মেসির জন্মদিনে ড্র, তারপরও নক আউটে মায়ামি

লিওনেল মেসির ৩৮তম জন্মদিনে জয় এনে দিতে ব্যর্থ হলো তার ক্লাব ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপের ‘গ্রুপ এ’–এর উত্তেজনাকর ম্যাচে ২–০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ২–২ গোলে ম্যাচ ড্র করে ব্রাজিলের পালমেইরাস। আর এই ড্রই ম্যাচের ফলাফলকে উলটে দেয়—শীর্ষে উঠে যায় পালমেইরাস, আর দ্বিতীয় স্থানে ঠেকিয়ে দেওয়া হয় মেসিদের।

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত একচেটিয়া দাপট ছিল মায়ামির। তায়েদো আলেন্দে এবং লুইস সুয়ারেজের গোলে ২–০ তে এগিয়ে ছিল তারা। কিন্তু ৮০ ও ৮৭ মিনিটে পালমেইরাসের হয়ে পাউলোনিও এবং মাউরিসিও গোল করে সমতা ফেরান এবং মায়ামির বিপক্ষে এক দারুণ প্রত্যাবর্তনের গল্প লেখেন।

 

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও (৫৪%), মায়ামি শট নেওয়ায় ছিল পিছিয়ে। তারা নেয় ৮টি শট, যেখানে পালমেইরাস নেয় ২২টি এবং ৭টি ছিল লক্ষ্যে। আক্রমণের এই আধিপত্যই শেষ দিকে ম্যাচে ফেরা নিশ্চিত করে পালমেইরাসের।

গ্রুপপর্ব শেষে মায়ামি ও পালমেইরাস উভয়েরই পয়েন্ট ছিল ৫, কিন্তু গোল ব্যবধানে (+২) এগিয়ে থেকে শীর্ষে যায় পালমেইরাস। মায়ামির গোল পার্থক্য ছিল (+১)।

আরেকদিকে গ্রুপ ‘বি’-তে নাটকীয় সমীকরণে হাসি ফুটেছে পিএসজির মুখে। সিয়াটল সাউন্ডারসকে ২–০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। কাভারাস্কেইয়া ও হাকিমির গোলে জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি।

এই গ্রুপের তিন দলেরই পয়েন্ট ছিল ৬ করে—পিএসজি, বোতাফোগো, আতলেতিকো মাদ্রিদ। তবে গোল ব্যবধানে (+৫) এগিয়ে থেকে নকআউটে পিএসজি এবং (+১) নিয়ে বোতাফোগো। আতলেতিকো (-১) গোল ব্যবধানে ছিটকে পড়ে টুর্নামেন্ট থেকে।

You might also like

Comments are closed.