মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে হজযাত্রী নিবন্ধন করা যাবে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত শর্ত শিথিল করেছে। এর ফলে, মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলেও এবার হজযাত্রী নিবন্ধন করা যাবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে মঙ্গলবার (০৭ অক্টোবর) এ বিষয়ে একটি পত্র জারি করা হয়েছে। পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশগ্রহণের ইচ্ছুকদের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে।

পত্র বলা হয়েছে, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধনকারী হজযাত্রী/হজ এজেন্সিকে ভিসা ইস্যুর নিমিত্ত পিআইডি নির্ধারণ করার সময় অবশ্যই মেয়াদ সম্বলিত পাসপোর্ট সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায়, হজযাত্রীর ভিসা হবে না।

 

সৌদি সরকার ঘোষিত হজের রোডম্যাপ অনুসারে ২০২৬ সালের ১২ অক্টোবর হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হবে।

You might also like

Comments are closed.