মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, সর্বোচ্চ নম্বর ৯১.২৫
২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় এবার দেশের সেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত। তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজর ছাত্র এবং ৯১.২৫ নম্বর অর্জন করে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তার রোল নম্বর ২৪১৩৬৭১।
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকাশ করা হয়েছে। এ বছর মোট পাসের হার ৬৬.৫৭ শতাংশ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২০ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী, আর পরীক্ষাকেন্দ্রে অনিয়মের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা মোট অংশগ্রহণকারীর ৬৬ দশমিক ৫৭ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন। অর্থাৎ পাস করা পরীক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত মোট স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটসমূহে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন, যা সরকারি মেডিকেল শিক্ষায় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের স্পষ্ট প্রতিফলন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.