মেডিকেল ভর্তি: কোচিং ছাড়াই ৯০.৭৫ পেয়ে প্রথম সুশোভন

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছেন খুলনার সুশোভন বাছাড়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে রবিবার (১৯ জানুয়ারি) বিকালে প্রকাশিত ফলাফলে জানা যায়, ৯০ দশমিক ৭৫ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।

সুশোভন খুলনা নগরের আজিজের মোড় এলাকার বাসিন্দা। তার বাবা সুভাস চন্দ্র বাছাড় খুলনা নগরের টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক, আর মা বন্দনা সেন একজন গৃহিণী। এই দম্পতির একমাত্র সন্তান সুশোভন টি অ্যান্ড টি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

পরীক্ষায় প্রথম হওয়ার পর থেকেই সুশোভনের বাড়িতে আনন্দের জোয়ার। আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুল নিয়ে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সুশোভনের বাবা বলেন, ‘আমার ছেলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। তবে আমরা তাকে কোনো কোচিং করাইনি। সে বাড়িতে পড়াশোনা করেই প্রস্তুতি নিয়েছে। পরীক্ষা দিয়ে বলেছিল ৯০ শতাংশের বেশি নম্বর পাবে। প্রথম হবে ভাবিনি, তবে চান্স পাবে জানতাম।’

ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি প্রবল আগ্রহী ছিলেন সুশোভন। এ বিষয়ে তার মা বলেন, ‘ছেলেটি সবসময় বই নিয়ে থাকত। তার এই অর্জন আমাদের গর্বিত করেছে।’

উল্লেখ্য, এর আগে খুলনার আরেক শিক্ষার্থী সুমাইয়া মোসলেম মিম ২০২১-২২ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.