মেটা’র জন্য থ্রিডি বানাবে ‘লাইটস্টর্ম ভিশন’

মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা সম্প্রতি টাইটানিক-খ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘লাইটস্টর্ম ভিশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির অধীনে মেটার তৈরি কোয়েস্ট মিক্সড রিয়েলিটি হেডসেটের জন্য লাইভ স্পোর্টস, কনসার্ট ও টিভি সিরিজের মতো ত্রিমামাত্রিক বা থ্রিডি (৩ডি) বিনোদনমূলক অনুষ্ঠান তৈরি করবে লাইটস্টর্ম ভিশন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মেটা প্ল্যাটফর্মের তরফ থেকে চুক্তির বিষয়টি জানানো হয়েছে।

অংশদারিত্বের এই চুক্তি অনুযায়ী মিক্সড রিয়েলিটি কনটেন্টের ক্ষেত্রে এখন থেকে লাইটস্টর্ম ভিশন-এর হার্ডওয়্যার প্ল্যাটফর্ম হবে মেটা’র কোয়েস্ট হেডসেট। অর্থাৎ মিক্সড রিয়েলিটি-ভিত্তিক কনটেন্ট তৈরিতে কোয়েস্ট হেডসেটকে হার্ডওয়্যার হিসেবে ব্যবহার করবে জেমস ক্যামেরনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স,মেটার।

এই চুক্তি আবারও প্রমাণ করে, কোয়েস্ট হেডসেটের মতো মিক্সড-রিয়েলিটি পণ্যের উন্নয়নে মেটা বদ্ধপরিকর। উল্লেখ্য, মেটা ইতোমধ্যেই তাঁদের মিক্সড-রিয়েলিটি ডিভিশনের বিভিন্ন পণ্য তৈরিতে হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে।

বিশেষ করে অগমেন্টেড বা বর্ধিত রিয়েলিটি-ভিত্তিক পণ্যসহ মেটাভার্সের অন্যান্য পণ্য ও এগুলোর উন্নয়নে বড় অংকের অর্থ ইতোমধ্যেই খরচ করেছে প্রতিষ্ঠানটি। কিন্তু বিক্রির দিক থেকে এখনও পর্যন্ত বড় কোনো সাফল্য পায়নি তাঁরা।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মেটা বাজারে আনে কোয়েস্ট থ্রিএস, যেটার দাম আগের হেডসেটগুলোর তুলনায় অনেকটাই কম (৩০০ ডলার)। নতুন চুক্তির বিষয়ে মেটা বলছে, আরও কম খরচে থ্রিডি কনটেন্ট তৈরির জন্য তাঁরা লাইটস্টর্ম-এর সাথে কাজ করবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.