মেঘনায় থেমে থাকা জাহাজে ৫ লাশ

চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজ থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ডাকাতের হামলায় তাদের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই জাহাজটি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা। জাহাজটি নোঙর করা ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, কার্গো জাহাজটি গত ২২ ডিসেম্বর সকাল ৮টায় চট্টগ্রামের কাফকো সার কারখানার ঘাট থেকে সার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে জাহাজটি যথাসময়ে ঢাকায় পৌঁছায়নি।

মালিকপক্ষ খোঁজ নিয়ে জাহাজের বর্তমান অবস্থান এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে জরুরি পরিসেবা ৯৯৯-এ ফোন করে।

পরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফজলুল হক, নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের লাশ উদ্ধার করে। সেই সঙ্গে জাহাজটিতে মুমূর্ষ অবস্থায় থাকা দুজনকে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক ভাবে তাদের কারোরই পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ওই ৬ জনকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আরও দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.