মুসলিমদের নিরাপত্তায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে নরওয়ে
ইউরোপের অন্যতম অগ্রসর দেশ নরওয়ে এবার মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসলামভীতি ও মুসলিমবিরোধী ঘৃণা-অপরাধ রুখতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। দেশটি এই সামাজিক ব্যাধি মোকাবিলায় একটি নতুন জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন
নরওয়ের সরকারি ওয়েবসাইট Regjeringen.no-তে প্রকাশিত ‘ইসলামবিরোধী বর্ণবাদ মোকাবিলায় কর্মপরিকল্পনা ২০২৫-২০৩০’-এর অংশ হিসেবে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বন্ধ করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার দিকে জোর দিচ্ছে নরওয়ে।
সরকার জানিয়েছে, মুসলিমরা যেন দেশে নিরাপদে বসবাস করতে পারে, তা নিশ্চিত করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। নতুন এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে হওয়া যেকোনো ঘৃণা-অপরাধের তথ্য দ্রুত ও কার্যকরভাবে সংগ্রহ এবং পর্যবেক্ষণ করা যাবে, ইসলামভীতি ও মুসলিমবিরোধী বিদ্বেষের কারণ ও ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করে তোলা হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ বাড়াতে সহায়তা করবে এই প্ল্যাটফর্ম।
কর্মপরিকল্পনায় বলা হয়েছে, নিরাপত্তা এবং সুরক্ষার ক্ষেত্রে জ্ঞান, দক্ষতা ও সংলাপের প্রচারের জন্য এই ডিজিটাল সমাধান চালু করা হবে। সাম্প্রতিক বছরগুলোতে নরওয়েসহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমবিরোধী মনোভাব ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। অনেক জরিপে দেখা গেছে, নরওয়ের বহু মুসলমান বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কর্মসংস্থান এবং জনসেবা গ্রহণের ক্ষেত্রে, বৈষম্যের শিকার হন।

Comments are closed.