মুরাদনগরের ঘটনায় ভিডিও ভাইরালকারী ৪ জনকে কারাগারে প্রেরণ
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন—বাহেরচর এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমন, একই এলাকার রমজান, মো. আরিফ এবং মো. অনিক।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়। এ সময় আসামিদের রিমান্ড চাওয়া হলে আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাদের কারাগারে পাঠান।

Comments are closed.