মুজিববর্ষের কনসার্ট ও টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিকল্পিত কনসার্ট ও এশিয়া একাদশ-অবশিষ্ট বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। বোর্ড প্রধান নাজমুল হাসান জানিয়েছেন, চলমান উদ্বেগজনক পরিস্থিতির অবসান হলে এই আয়োজন নিয়ে ফের ভাববেন তারা।
বুধবার (১১ মার্চ) বিসিবি প্রধান নাজমুল বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এবং তার আগে কনসার্ট আয়োজনের যে প্রস্তুতি ছিল, তা পিছিয়ে দেওয়া হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২১ ও ২২ মার্চ ঢাকায় বিশ্ব তারকাদের মিলনমেলার প্রস্তুতি নিয়েছিল বিসিবি। এশিয়া একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের ব্যানারে নামিদামি তারকাদের খেলার কথা ছিল এই দুই ম্যাচে।
ম্যাচ দুটির আগে ১৮ মার্চ ভারতীয় সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্টও চূড়ান্ত করেছিল বিসিবি।
গেল রবিবার বাংলাদেশেও করোনাভাইরাস সংক্রমণের পর এই আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। সেই শঙ্কা সত্যি করে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, পরিস্থিতি বদলে যাওয়ায় আপাতত আয়োজন থেকে বিরত থাকছেন তারা, ‘আমাদের হাতে দুটা বিকল্প ছিল। ১৮ তারিখে একটা কনসার্ট করার কথা ছিল আমাদের। আমরা ছোটভাবে করতে পারতাম এটা। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই এটা করব। যেভাবে পরিকল্পনা করেছিলাম, সেভাবেই করব। এজন্য এখন ছোটভাবে না করে আমরা এটাকে পিছিয়ে দিচ্ছি। এটা ১৮ তারিখ হচ্ছে না। পরিস্থিতির উন্নতি যখন হবে, তখন আবার এটা আমরা আয়োজন করব বড় করে। ২১ ও ২২ তারিখ যে খেলাগুলো হচ্ছে, সেটা নিয়েও সমস্যা হচ্ছে।’
বোর্ড প্রধান বলেছেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মাঝে বিভিন্ন দেশের খেলোয়াড়দের বাংলাদেশে এসে খেলে আবার ফেরত যাওয়া নিয়ে শঙ্কায় ছিলেন তারা। তাই পরিকল্পনা বদলাতে হয়েছে, ‘সবাই এখানে এসে খেলতে পারবে, এমন কোনো কথা নেই। আবার খেলে যে ফিরে যেতে পারবে, সেই নিশ্চয়তাও নেই।’
কনসার্ট ও ম্যাচ স্থগিত করা হলেও পরবর্তীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিসিবি। সেক্ষেত্রে মাসখানেক পর পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড, ‘অনেকগুলো সীমাবদ্ধতা আছে অনেক জায়গা থেকে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি, দুটো আয়োজনই বিলম্বিত করা হবে। সামনে মাসখানেক পরে আমরা সময়মতো পরিস্থিতি বুঝে আয়োজন করব।’