মুখোমুখি বিমান সংঘর্ষ যুক্তরাষ্ট্রে, কয়েকজন হতাহত
মাঝ আকাশে দুইটি বিমান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সংঘর্ষের পর ইডাহো এলাকার একটি লেকের উপর ভেঙে পড়েছে দুটি বিমান। দু’জনের মরদেহ এরই মধ্যে উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে ৬ জন।।
লেকের জলে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মাটি থেকে তখন প্রায় ৮০০ ফুট উপরে বেশ গতিতেই উড়ছিল দুটি বিমান। শেষ মুহূর্তে বিমান চালকরা চেষ্টা করলেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন নিজে বিমানচালক। তিনি বলেন, একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে গিয়েছিল আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের জলে ডুবে যায়।
বিমান দুটি খণ্ড বিখণ্ড হয়ে লেকের পানিতে পড়ে থাকতে দেখা যায়।পরে মৃতদেহও পানিতে ভাসতে দেখা গিয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকাজে নেমেছেন মার্কিন উপকূলরক্ষী বাহিনী। দূর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।