মুক্তির আগেই আলোচনায় আন্ধ্র কিং তালুকা

আসন্ন নভেম্বরে মুক্তি পাচ্ছে দক্ষিণী অভিনেতা রাম পোথিনেনি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা আন্ধ্র কিং তালুকা। আগামী ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে দর্শক-সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সিনেমার গল্প বা চমক সম্পর্কে নির্মাতারা খুব বেশি কিছু জানাননি। তবে  রামের উজ্জ্বল উপস্থিতি আর অ্যাকশন-পূর্ণ বিনোদনের প্রতিশ্রুতিই ছবিটিকে এখন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ভক্তরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছেন। ট্রেলার প্রকাশের আগেই ছবিটিকে বলা হচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত মুক্তি।
সব চোখ এখন আন্ধ্র কিং তালুকা-র দিকে। প্রত্যাশা, RAPO’র তারকামহিমায় সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলবে এবং মুক্তির পর নতুন রেকর্ডও গড়তে পারে।
You might also like

Comments are closed.