মিয়া খলিফার সঙ্গে তুলনা, যে উত্তর দিলেন সামিরা মাহি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছেন। আর এই ছবি নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। ছবিগুলো নিয়ে অনেকেই ট্রল করছেন।

সব ট্রলের মধ্যেই কেউ কেউ এই অভিনেত্রীকে একজন পর্ন তারকার সঙ্গে তুলনা করছেন।

তবে এতে চটে না গিয়ে স্বাভাবিক ভঙ্গিতে ট্রলকারীদের উত্তর দিয়েছেন মাহি।
সামিরা খান মাহিকে কটাক্ষ করে অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, মিয়া খলিফার মতো লাগছে। নেটিজেনদের এমন বিদ্রুপ মন্তব্য নজর এড়ায়নি অভিনেত্রীর।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) নেটিজেনদের মন্তব্যের জবাবে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে। কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

গতকাল বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত একগুচ্ছ ছবি থেকে আলোচনার সূত্রপাত হয়।

যেখানে দেখা গেছে নীল রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’। এই ছবিগুলো মূলত অভিনেত্রীর আসন্ন নাটকের শুটিং সেটে তোলা। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিকমাধ্যমে প্রকাশ করেছিলেন।

You might also like

Comments are closed.