মিয়ানমারে ভূমিকম্পের পর ১৪ আফটারশক, নিহত বেড়ে ৬৯৪

মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হেনেছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক হাজার ৬৭০ জন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে শনিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে সিএনএন।

মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে আফটারশকগুলো আঘাত হানে, বেশিরভাগের মাত্রা ছিল তিন থেকে পাঁচ। তবে সবচেয়ে শক্তিশালী ছয় দশমিক সাত মাত্রার আফটারশকটি আঘাত হানে মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে।

ছয় দশমিক সাত ও চার দশমিক নয় মাত্রার আফটারশক আঘাত হেনেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে এবং এতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য আফটারশকগুলো মূল ভূমিকম্প এলাকা থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে, মোটামুটিভাবে একটি রেখা তৈরি করে।

ভূমিকম্পে মিয়ানামারে দেড় শতাধিকের বেশি নিহত হয়েছেন। ইউএসজিএসের অনুমান, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.