মিয়ানমারে জান্তার বিমান হামলায় ১৭ স্কুল শিক্ষার্থী নিহত

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এতে ১৭ জন স্কুল শিক্ষার্থী নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। মিয়ানমার ছায়া সরকার সোমবার (১২ মে) এ তথ্য জানিয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিরতির মাঝেই এই হামলা চালানো হল। খবর রয়টার্স ।

স্কুলটি মধ্য মিয়ানমারের সাগাইং রাজ্যের দিপাইয়িং শহরে অবস্থিত এবং এটি উত্তর মান্দাল থেকে ১৬০ কিলোমিটার দূরে। গত ২৮ মার্চ এ অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। স্কুলটি ছায়া সরকার কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।

ছায়া সরকারের মুখপাত্র নে ফোন লাট বলেন, পাওয়া তথ্যানুযায়ী জান্তা বাহিনীর হামলায় ১৭ জন শিক্ষার্থী নিহত এবং ২০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, বিমান থেকে বোমা ফেলার পরে অনেকে নিখোঁজ রয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়বে।

২০২১ সালে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের জান্তা বাহিনী। এরপর থেকে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জান্তা সরকার। সংঘর্ষে একের পর এক ভূমির নিয়ন্ত্রণ হারাতে থাকে এবং এই বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটিতে একটি ছায়া সরকার গঠন করেছে। যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)।

তবে এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গত সপ্তাহে জান্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ভূমিকম্প পরবর্তী যুদ্ধবিরতি ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য গত এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও জান্তা বাহিনী বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

You might also like

Comments are closed.