মিস শার্লক হোমসের আত্মহত্যা!

পুরস্কারপ্রাপ্ত জাপানি অভিনেত্রী ইউকো তেকুউচি আর নেই। টোকিওতে নিজের ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ৪০ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর বিবিসির।

রবিবার ভোরে টোকিওর শিবুয়া ওয়ার্ডের বাসাতে তেকুউচিকে মৃতদেহ উদ্ধার করেন তার অভিনেতা স্বামী তাইকি নাকাবায়াশি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তেকুউচিকে মৃত ঘোষণা করেন।

দুই সন্তানের মা তেকুউচি জাপানে প্রথম সারির তারকা ছিলেন। জনপ্রিয় এ অভিনেত্রী অনেক সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন। নারী গোয়েন্দা নিয়ে এইচবিও’র আলোচিত সিরিজ ‘মিস শার্লক’-এর নাম ভূমিকায় ছিলেন তেকুউচি।

You might also like

Comments are closed.