মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। রোববার (৩ এপ্রিল) রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে এ প্রতিযোগিতার গ্র‍্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। প্রথম রানারআপ নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানারআপ হয়েছেন ফারজানা আকতার এ্যানি।

এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। তিনি বিজয়ী মিথিলার মাথায় মুকুট পরিয়ে দেন।

পাশাপাশি বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন- মিনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা ও মিস ট্যালেন্টেড তৌহিদা তাসনিম তিফা।

এবারের গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান ও তাহসান খান।

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন, আগামী ১৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসর। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। আমি তাকে নিয়ে অত্যন্ত আশাবাদী।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজে পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।

‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.