মিসরে আরও এক ফারাওয়ের সমাধির সন্ধান

প্রাচীন মিসরের ইতিহাস নিয়ে কাজ করা গবেষকেরা আরও একজন ফারাওয়ের সমাধি খুঁজে পেয়েছেন। এক শতকের বেশি সময় আগে সন্ধান পাওয়া তুতেনখামেনের সমাধির পর এবারই প্রথম কোনো ফারাওয়ের সমাধির সন্ধান পাওয়া গেল।

সমাধিটি রাজা দ্বিতীয় থুতমোসের। এটি ছিল ১৮তম প্রাচীন মিসরীয় রাজবংশের সবশেষ অনাবিষ্কৃত রাজকীয় সমাধি।

ব্রিটিশ-মিসরীয় গবেষকদের একটি দল প্রাচীন এ সমাধির সন্ধান পেয়েছেন। মিসরের লুক্সর শহরের কাছে ওয়েস্টার্ন ভ্যালি ‘থেবান নেক্রোপলিস’-এ এর অবস্থান।

এই গবেষকেরা এমন একটি জায়গা খুঁজে পেয়েছেন, যেখানে রাজকীয় নারীদের সমাহিত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে যখন তাঁরা সমাধির ভেতর প্রবেশ করেন, তখন ফারাওয়ের চিহ্নসহ বিভিন্ন সাজসজ্জা দেখতে পান।

এ অনুসন্ধান অভিযানের মাঠ পরিচালক পিয়ার্স লিথারল্যান্ড বলেন, ‘সমাধির ছাদ এখনো অক্ষত আছে। নীল রঙের ছাদে হলুদ রং দিয়ে তারা খোদাই করা শুধু শাসকদের সমাধিতেই খুঁজে পাওয়া যায়।’

বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে এই গবেষক বলেন, ওই মুহূর্তে তিনি একেবারে অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘সেখান থেকে বেরিয়ে আসার পর, আমার স্ত্রী বাইরে অপেক্ষা করছিল, আর আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম।’

লিথারল্যান্ড আরও বলেন, এ আবিষ্কার প্রাচীন মিসরের ১৮তম রাজবংশের প্রথম দিককার শাসকদের সমাধিস্থলের অবস্থান–সংক্রান্ত রহস্যের সমাধান করেছে।

গবেষকেরা দুই শতাব্দী আগে শাসক দ্বিতীয় থুতমোসের মমিকৃত দেহাবশেষের অংশ খুঁজে পেয়েছিলেন। কিন্তু তার মূল সমাধিস্থল এর আগে খুঁজে পাওয়া যায়নি।

ফারাও তুতেনখামেনের পূর্বপুরুষ ছিলেন দ্বিতীয় থুতমোস। ধারণা করা হয়, তিনি ১৪৯৩ থেকে ১৪৭৯ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন মিসর শাসন করেন। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদেরা তুতেনখামেনের সমাধি খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছিলেন।

দ্বিতীয় থুতমোস ছিলেন রানি হাতশেপসুতের স্বামী। তিনিও প্রাচীন মিসরের বিখ্যাত একজন ফারাও ছিলেন। মিসরে রাজ্য শাসনকারী হাতে গোনা কয়েকজন নারী ফারাওয়ের একজন তিনি।

গবেষক লিথারল্যান্ড জানান, সমাধিতে বড় সিঁড়ি ও করিডোর রয়েছে। এটা ওই সমাধির রাজকীয় গুরুত্বের ইঙ্গিত দেয়। এ ছাড়া সমাধির নীল ছাদ আর সাজসজ্জা ইঙ্গিত দেয়, সেটা একজন ফারাওয়ের সমাধি।

সমাধিতে থাকা চুনাপাথরের টুকরা পরীক্ষা করে গবেষকেরা সেখানে অ্যালাবাস্টার জারের অংশবিশেষের ওপর দ্বিতীয় থুতমোস আর হাতশেপসুতের নাম খোদাই করা অবস্থায় পেয়েছেন।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.