মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা

চলতি বছরের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন রোজা আহমেদকে। বর্তমানে এ তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন, যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন।

রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’

ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায়। আয়রা ইসলাম নামের একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন মন্তব্য করেছেন, ‘কী মার্জিত, কী সুন্দর, দেখতে একদম অসাধারণ লাগছে।’ তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

You might also like

Comments are closed.