মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার

ঢাকার মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম। সোমবার রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া চার শিশু হল- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুই জন নিখোঁজ হন ২৯ সেপ্টেম্বর ও অন্য দুই জন নিখোঁজ হন ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এ ছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।

তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায়নি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.