মিরপুরে ব্যবসায়ীকে গুলি, ২২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মিরপুরে মো. মাহমুদুল ইসলাম নামে ব্যবসায়ীকে গুলি করে সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার আব্দুল বাতেন সড়কে এ ঘটনা ঘটে।

আহত মো. মাহমুদুল ইসলাম (৫৫) মানি এক্সচেঞ্জের মালিক। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনের বাসিন্দা। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে।

আহত মাহমুদুল ইসলাম জানান, তার বর্তমান বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত পথ রোধ করে। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদেরকে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার বাম পায়ে গুলি করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতারে পরে পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এ ঘটনায় সম্পৃক্তদের শনাক্তে চেষ্টা চলেছে।

You might also like

Comments are closed.