মাস্ক পরে ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প!

গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রজার ট্রাম্প(৭২)।

ভাইকে দেখতে শুক্রবার নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালেহাসপাতালে যান ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

সেখানে তিনি রজারের স্বাস্থ্য ও চিকিকিৎসার খোঁজ-খবর নেন। হাসপাতালে তিনি পৌনে এক ঘণ্টা সময় কাটান।

সচরাচর তিনি মাস্ক না পড়লেও ভাইকে দেখতে হাসপাতালে যাওয়ার সময় তাকে মাস্ক পড়তে দেখা গেছে।

ট্রাম্পের ছোট ভাই রজার কী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তা স্পষ্ট করা হয়নি।

ট্রাম্প বলেন, আমার ছোট ভাইয়ের অবস্থা খুবই শঙ্কটাপন্ন। বেশ কঠিন সময় পার করছে রজার। আশা করি সে দ্রুত আরোগ্য লাভ করবে।

হাসপাতাল থেকে তিনি নিউজার্সিতে তার গল্ফ ক্লাবের উদ্যেশ্যে রওয়ানা হন।

You might also like

Comments are closed.