মালয়েশিয়া যেতে না পারায় সড়ক অবরোধ, বিক্ষোভ

রিক্রুটিং এজেন্সিকে টাকা পরিশোধ করার পরও মালয়েশিয়া যেতে না পারায় ঢাকার কারওয়ান বাজারে বিক্ষোভ করছেন কয়েকশ মানুষ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বিপরীত পাশে পান্থপথে ঢোকার রাস্তাটি অবরোধ করেন তারা।

মালয়েশিয়া যাওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের একজন মো. কাওসার বলেন, প্রায় সাত মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ছয় লাখ টাকা দেওয়ার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এর জন্য সরকারের গাফিলতিকে দায়ী করেন তিনি।

সাব্বির নামের একজন বলেন, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানুয়ারি মাসের মধ্যে পাঠানোর কথা বললেও আমরা যেতে পারিনি। ঋণ করে মালয়েশিয়া যাওয়ার টাকা যোগাড় করেছি। ঋণের সুদ দিন দিন বাড়ছে। সংসার খরচ চালাতে পারছি না। এখন ফেব্রুয়ারির মধ্যেই আমরা মালয়েশিয়া যেতে চাই।

রাস্তা অবরোধ করায় রাজধানীর ব্যস্ততম এই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। সকাল সোয়া ১১টার দিকে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.