মালয়েশিয়ায় হত্যা মামলায় রিমান্ডে পাঁচ বাংলাদেশি

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন নারীও রয়েছেন। তাদের রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

হত্যা মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে। তবে গ্রেপ্তারদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। এর আগে সকালে পুলিশের কাছে ফোন করে দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তার এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে  সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.