মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ দেশের ৫৮ নাগরিক আটক

বাংলাদেশিসহ পাঁচ দেশের ৫৮ নাগরিককে আটক করেছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৫ ফেব্রুয়ারি) অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের আটক করা হয়। খবর দ্য স্টার ও নিউ স্ট্রেইটস টাইমসের।

ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ কর্মকর্তার সমন্বয়ে সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুড কোর্টে অভিযান চালায়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহ ধরে নজরদারির পর অভিবাসন বিভাগ এই অভিযান চালায়।

অভিযানে ১০২ সন্দেহভাজন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে থেকে ৫৮ অভিবাসীর অপরাধ শনাক্ত করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অবৈধ ব্যবসা পরিচালনা করা এবং অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার।

পরিচালক জানান, আটকদের মধ্যে মিয়ানমারের সর্বোচ্চ ৪১ জনের মধ্যে ৩১ পুরুষ এবং ১০ নারী রয়েছেন। এছাড়া নয় বাংলাদেশি পুরুষ, চার ভারতীয় পুরুষ, ইন্দোনেশিয়ার দুই পুরুষ ও এক নারী এবং ভিয়েতনামি এক পুরুষ নাগরিক রয়েছেন।

১৮ থেকে ৪০ বছর বয়সী আটক অভিবাসীর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.