মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২৯ জনকে প্রবেশে বাধা

মালয়েশিয়ায় ভ্রমণ ভিসায় প্রবেশের প্রয়োজনীয়তা মেনে চলতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশিসহ মোট ২২৯ জন বিদেশি পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) এক সমন্বিত অভিযানের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় সময় বুধবার (১৩ অগাস্ট) মালয়েশিয়ার টিভি তিগা এ সংবাদ প্রকাশ করে।

কেএলআইএ টার্মিনাল-১ এবং টার্মিনাল ২-এর আন্তর্জাতিক আগমন এবং প্রস্থান হলে সন্দেহজনক আচারণের কারণে ৭৬৪ বিদেশি নাগরিককে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ২০৪ জন বাংলাদেশি, ভারতীয় ১৪ জন, শ্রীলঙ্কার ৩ জন, পাকিস্তানের ৩ জন, ইন্দোনেশিয়ার ৩ জন এবং কম্বোডিয়ান ২ জন।

তাদের মালয়েশিয়ায় প্রবেশে বৈধ ভ্রমণ ভিসা থাকলেও ভুয়া হোটেল বুকিং, কোনো রিটার্ন টিকিট না থাকা এবং মালয়েশিয়ায় ভ্রমণ ও থাকার জন্য অর্থিক সামর্থ্য ছিল না বলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। পরে তাদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ নিয়ে, তারা অবৈধভাবে কাজ করার জন্য এসেছে। এদিকে অনেকের এক বা দুই বার এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়ার পরেও পুনরায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সূক্ষ সংস্থার এক কর্মকর্তা জানান, দেশের নিরাপত্তার স্বার্থে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের বিভিন্ন বাহিনী যৌথভাবে কাজ করছে।

You might also like

Comments are closed.