মালয়েশিয়ার অষ্ঠম প্রধানমন্ত্রী মুহিদ্দিন শপথ নিলেন

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। আজ রোববার কিছুক্ষণ আগে দেশটির রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগোং আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তাফা বিল্লাহ শাহ-এর অফিসে তিনি শপথবাক্য পাঠ করেন।

এর মধ্য দিয়ে তিনি এখন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। তবে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি মুহিদ্দিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। বলেছেন, মুহিদ্দিন অনেকদিন ধরেই এজেন্ডা নিয়ে খেলছিল। এখন তিনি সফল হয়েছেন।

You might also like

Comments are closed.