মালাইকার জন্মদিনে প্রাক্তন প্রেমিকের আন্তরিক শুভেচ্ছা

বলিউডের পরিচিত জুটি অর্জুন কাপূর ও মালাইকা আরোরার সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে এই বিচ্ছেদ তাঁদের বন্ধুত্বকে পুরোপুরি ছিন্ন করতে পারেনি। প্রাক্তন প্রেমিক অর্জুন এখনও মালাইকার প্রতি আন্তরিক সহমর্মিতা দেখাচ্ছেন এবং নানাভাবে তাঁর পাশে থাকছেন।
৫২ বছরে পা দিয়েও মালাইকা অরোরা কেবল যৌবন ও সৌন্দর্যের প্রতীক হয়ে রয়েছেন না, বরং নিজের পেশাদারিত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে অনুপ্রেরণার উৎস। অর্জুন ও মালাইকার বয়সের ফারাক নিয়ে তাদের প্রেমকালে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। বিচ্ছেদের পরও কখনো কখনো তাঁদের পুনর্মিলনের গুঞ্জন শোনা গেছে, যা মলাইকাকে ঘিরে জনমনে কৌতূহল সৃষ্টি করে।
সম্প্রতি মালাইকার জন্মদিনে অর্জুন একটি বার্তা পোস্ট করেছেন— “শুভ জন্মদিন। সব সময় এমনই উচ্চতায় থেকো। হাসিটা বজায় রাখো এবং খোঁজ চালিয়ে যাও।” এই লেখায় যেন প্রাক্তন প্রেমিকের পক্ষ থেকে মালাইকাকে শুভকামনা ও সহমর্মিতার ছোঁয়া স্পষ্ট। বিশেষ করে খোঁজ চালিয়ে যাওয়ার অংশটি নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে যে, সম্ভবত এটি কোনো ইঙ্গিত বহন করছে।
গত বছর জুন মাসে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। বিচ্ছেদ হলেও দু’জনের মধ্যে সৌজন্য ও সম্মান বজায় থাকার বিষয়ে সূত্র জানিয়েছিল যে, দাম্পত্য সম্পর্ক শেষ হলেও বন্ধুত্ব ও সহমর্মিতা থাকবে। এমনই প্রমাণ দেখান যখন মালাইকার বাবা প্রয়াত হবার সময় অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে তাকে সমর্থন দিয়েছেন। মালাইকা কখনোই সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
এভাবে, অর্জুন কাপূরের আচরণ প্রমাণ করে যে বিচ্ছেদ সম্পর্ককে শেষ করতে পারে, তবে সত্যিকারের বন্ধুত্ব ও মানবিক সহমর্মিতা বজায় রাখার ক্ষেত্রে সেটি বাধা হয়ে দাঁড়ায় না।
You might also like

Comments are closed.