মালদ্বীপ থেকে ৭৭ বাংলাদেশি দেশে ফিরছেন

বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে আজ রোববার মালদ্বীপ থেকে দেশে ফিরবেন ৭৭ বাংলাদেশি নাগরিক।

এর আগে গতকাল শনিবার মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশিদের একটি তালিকা প্রকাশ করেছে, যারা আজ দেশে ফিরবেন।

বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

প্রাথমিকভাবে দেশে ফেরার জন্য নির্বাচিত বাংলাদেশিদের তালিকা নিয়মিত প্রকাশ করে আসছে হাইকমিশন।

এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারকে জানান যে তাঁরা দেড় হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন। ইতোমধ্যে কয়েকজন দেশে ফিরেছেন।

You might also like

Comments are closed.