মার্চে রেকর্ড ৩২৯ কোটি ডলার প্রবাসী আয়
চলতি বছরের মার্চ মাসে দেশে রেকর্ড ৩ দশমিক ২৯ বিলিয়ন অর্থাৎ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আজ বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। দেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স।
মার্চের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৩৪৫ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরে গত জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। আগের বছরের এ সময়ে রেমিট্যান্স ছিল ১৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।
গত ডিসেম্বরে রেকর্ড প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল মার্চে আসা রেমিট্যান্স।