মার্কিন নির্বাচনে সপরিবারে ভোট দিলেন টনি ডায়েস

অভিনয় ছেড়েছেন অনেক আগে। স্থায়ী হয়েছেন আমেরিকায়। সেখানেই স্ত্রী প্রিয়া ডায়েস ও কন্যা অহনাকে নিয়ে সুখের সংসার পেতেছেন। কালেভদ্রে দেশে আসেন। পুরনো দিনের সহকর্মীদের দেখা দেন, আড্ডায় মেতে ওঠেন। আবার ফিরে যান। ভক্তরা আশা করেন তিনি অভিনয়ে ফিরবেন। সেই আশার সময় দীর্ঘ হয়। বলছি একসময়ের জনপ্রিয় অভিনেতা টনি ডায়েসের কথা।

এদিকে সারা দুনিয়া এখন মেতে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কার দখলে যাচ্ছে হোয়াইট হাউজ, জানা যা তা আর কিছুক্ষণ পরই। ব্যাপক উৎসাহউদ্দীপনা নিয়ে আমেরিকানরা ভোট দিয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে।

এবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।

প্রেসিডেন্ট বাছাই করতে সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা টনি ডায়েস। তিনি নিউইয়র্কের হিকসভিলের বাসিন্দা। সেখানকার একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। এর আগেও তিনি ও তার স্ত্রী প্রিয়া ডায়েস ভোট দিলেও এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিলেন তাদের কন্যা অহনা।

You might also like

Comments are closed.