মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের ইতি টানলেন ট্রাম্প!
তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তির মাধ্যমে মার্কিন সরকার আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতেই তিনি মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে চান। খবর রয়টার্সের।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের বিশ্ববাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। মার্কিন সরকার ওই হামলার জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করে দেশটিতে সামরিক আগ্রাসন চালায়।
ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো ওই হামলায় কয়েক দিনের মধ্যেই তৎকালীন তালেবান সরকারের পতন হলেও ইঙ্গো-মার্কিন বাহিনী গোটা আফগানিস্তানের দখল নিতে পারেনি।
ক্ষমতা হারানোর পর তালেবানরা বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায়।
চুক্তিতে আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সেই সঙ্গে চুক্তি সই হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তার দেশের সেনাদের সরিয়ে নেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।