মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

চট্টগ্রামের রাউজানে কিশোরদের মধ্যে মারামারি থামাতে গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে উরকিরচরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গ্রামে মুরগি বিক্রির দোকান চালাতেন আলমগীর। রাতে তার দোকানের সামনে কিশোরদের দুই গ্রুপ ধূমপান করাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হয়। তিনি সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। হঠাৎ বুকে ঘুষি লাগলে তিনি অসুস্থ হন। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর নগরের আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। পরিবার মামলা করলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

-চট্টগ্রাম প্রতিনিধি

You might also like

Comments are closed.