মারামারি করে পা মচকালো শাকিব খানের!

শুটিং সেটে পা মচকে গেছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের। একশন দৃশ্য ধারণের এক পর্যায়ে তার ডান পা মচকে যায়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ‘আগুন’ সিনেমার মারপিটের দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে।

শাকিব খান প্রাথমিক চিকিৎসা শেষে এখন নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। শুটিং আপাতত স্থগিত রয়েছে। আগামী কয়েকদিন কোনো কাজ না করে বিশ্রামে থাকতে হতে পারে ঢাকাই কিং খানকে।

জানা গেছে, হাসপাতাল থেকে এক্সরে করানোর পর চিকিৎসকরা কিছু ওষুধ দিয়েছেন। ফের তাকে হাসপাতালে যেতে হতে পারে।

আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘আগুন’ সিনেমা। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

You might also like

Comments are closed.