মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ: শাকিব খান

সিনেমা মুক্তির পর দেশের অধিকাংশ নায়করা স্বশরীরে প্রচার-প্রচারণায় হাজির হোন। ব্যতিক্রম কেবল শাকিব খান। সিনেমা মুক্তির পরই যেনো ডুব দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পেজ ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচার-প্রচারণা চালালেও ব্যক্তি শাকিব খান থাকেন অনেকটাই আড়ালে। যেনো নিভৃতচারি হয়ে বুঝতে চান দর্শকদের পালস।

এবার ঈদে তার অভিনীত ছবি ‘বরবাদ’মুক্তির পরও একই চিত্র দেখা গেল। অন্য চার ছবির নায়ক-নায়িকারা হলে হলে ঘুরলেও শাকিব খান ছিলেন বাসায়। শুরু করে দেন নতুন ছবির শুটিংও। যার বরবাদ নিয়ে এতো উন্মাদনা তার এমন নিরবতা নিয়ে অনেকেই মুনক্ষুন্নও হয়েছেন। প্রিয় নায়কের সাফল্যমণ্ডিত হাসি দেখার অপেক্ষায় প্রহরগুণছিলেন অনেকেই।

অবশেষে নায়ক সিনেমা হলে এলেন ‘বরবাদ’ মুক্তির ২২তম দিনে। সোমবার রাজধানী উত্তরার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল বরবাদ সিনেমার স্পেশাল শো। এসেই জানালেন, বাসায় সিনেমা নিয়ে তার অনেক টেনশনে থাকেন। বাসায় বসে বসে সিনেমার রিভিউগুলো পড়েন। দর্শকদের ভালোলাগা মন্দ লাগার বিষয়গুলো জানেন। এতেই মধ্যমণি হয়ে হাজির হয়েছিলেন শাকিব খান।

বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি, মেহেদী হাসান হৃদয়, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, পরিচালক শিহাব শাহীন, দীঘি, সুনেরাহ বিনতে কামাল, আরশ খান, ইমন, কণ্ঠশিল্পী কোনালসহ অনেকে।

You might also like

Comments are closed.