মানবতার অনন্য নজির: লাশ কাঁধে ২ কি.মি. হাঁটলেন নারী পুলিশ কর্মকর্তা
মানবতার অনন্য নজির গড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার এক নারী পুলিশ কর্মকর্তা।
কে সিরিশা নামে ওই নারী কর্মকর্তা বনের মধ্যে পড়ে থাকা একটি লাশ উদ্ধার করে কাঁধে করে দুই কিলোমিটার হেঁটে গেলেন।খবর এনডিটিভির।
অজ্ঞাত ওই ব্যক্তি মরে পড়ে ছিল বনের মধ্যে। লাশের সৎকার করতে লোকজন প্রয়োজন, কিন্তু কেউ-ই এগিয়ে আসেনি।
অবশেষে ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরলেন। তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। পরে লাশ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।
অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা এলাকার ওই ঘটনার ছবি ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়ে।
নেটিজেনরা প্রশংসাও করছেন নারী কর্মকর্তা কে সিরিশার এ মানবিকতার।
ভিডিওতে দেখা গেছে, কে সিরিশা খাটিয়ায় লাশ কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। তাকে সাহায্য করছিলেন আরেক ব্যক্তি।
সিরিশার এমন কাজের ভূয়সী প্রশংসা করেছে অন্ধ্রপ্রদেশের পুলিশ বিভাগ। এক টুইটবার্তায় ওই ঘটনার একটি ভিডিওচিত্র শেয়ার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
ভিডিওতে দেখা যায়, আশপাশের মানুষ বলছিল– ’ম্যাডাম চলে যান।’ জবাবে কে সিরিশা বলছিলেন– ‘সমস্যা নেই। ঠিক আছে সব। সৎকারের মূল অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন এই নারী পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায়নি।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছেন পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদ।