মাদক মামলায় জামিন পেলেন মডেল মৌ

মাদক মামলায় গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ সেপ্টম্বর) তাকে জামিন দেন। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

গত ১ আগস্ট রাতে মৌ-এর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই সময় মৌয়ের বাসা থেকেই বিপুল পরিমাণ মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয় এ মডেলকে।

গত ১৩ আগস্ট মাদকসহ গ্রেপ্তার মরিয়ম আক্তার মৌকে তৃতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর মৌ ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানায়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ ইউসুফ হোসেন হামায়ুন।

You might also like

Comments are closed.