মাগুরার শিশু ধর্ষণ মামলার বিচার শুরু হবে সাত দিনের মধ্যে: আইন উপদেষ্টা

সাত দিনের মধ্যে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বিচারকাজ শুরু হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, সর্বোচ্চ দ্রুততার সঙ্গে মামলাটির বিচার হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর দ্রুত বিচার শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আগামী রবিবারের (১৬ মার্চ) মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর অধ্যাদেশ জারির চেষ্টা করা হবে। তবে এ সময় কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা বলেন, এরইমধ্যে সংশ্লিষ্টদের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এই রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।

গত ৬ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় তার বোনের শ্বশুর বাড়ির চারজনের বিরুদ্ধে মামলার পর সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়।

প্রাথমিক অবস্থায় শিশুটিকে মাগুরা জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেলে সংক্রমণ ঝুঁকি দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে না ফেরার দেশে চলে যায় শিশুটি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.