মাগুরার ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাগুরায় ঘটা ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা হয়েছে। রবিবার ( ৯ মার্চ) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব বলেন।

বক্তব্যে জামায়াত আমির বলেন, ‘মাগুরার ধর্ষণের ঘটনা মানবতাকে ছুরিকাঘাত করেছে। অভিযুক্তদের নৈতিক শিক্ষার অভাবে এমন পাশবিকতা হয়েছে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে সবার আগে শিক্ষা সংস্কার করা হবে। নৈতিক শিক্ষার প্রসার বাড়াবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘সমাজের চাকা সৎপথে চলছে না। মেধা অনুযায়ী প্রাপ্য শিক্ষার ব্যবস্থা করতে হবে। দাবি আদায়ে শিক্ষকদের রাস্তায় নামা জাতির জন্য লজ্জার। আমরা সকলে দেশের জন্য দায়বদ্ধ, এটা আমাদের অনুভূতিতে নেই। সরকারি স্কুলগুলোতে অব্যবস্থানা বেশি।’

এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে জামায়াত আমির মাগুরার ঘটনায় শিশুর ধর্ষক ও ধর্ষণের সহযোগিতাকারীদের অপরাধ এক ও অভিন্ন উল্লেখ করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

সেখানে তিনি লেখেন, ‘এরকম ধর্ষক নামের আরো যত নিকৃষ্ট প্রাণী আছে, যে যেখানেই থাকুক তাদেরকে পাকড়াও করে দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.