মসজিদুল হারাম খুলে দেয়ার খবর মিথ্যা
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম খুলে দেয়ার তথ্যটি মিথ্যা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার একটি বিবৃতিতে মসজিদুল হারাম কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইসের বরাত দিয়ে বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অচিরেই সকল মুসলিমের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে মদিনার মসজিদে নববী খুলে দেয়া হচ্ছে কি না সেটির বিষয়য়েও এখনো সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে রমজানে এ বছর সীমিত আকারে তারাবি আদায়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।