মধ্য এপ্রিলের পর যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৮২ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে গত মধ্য এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত একদিনে সর্বনিম্ন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে, দেশটিতে এনিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন। বিশ্বে করোনায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির অবস্থান শীর্ষে।
গত একদিনে দেশটিতে করোনায় শনাক্ত হয়েছে অন্তত ২০ হাজার। এনিয়ে ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।

Comments are closed.