লাইভ কনসার্টে বি ব্র ত জেনিফার লোপেজ

তারকাদের ঝকঝকে ফ্যাশন যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনই নানা সময় তাঁদের পোশাক বিভ্রাটও হয়ে ওঠে চর্চার বিষয়। বড় কোনো শো কিংবা অনুষ্ঠান, সবখানেই শত শত ক্যামেরা সবসময়ই তাক করে থাকে এই তারকাদের দিকে। ফলে একবার কোনো অস্বস্তিকর মুহূর্ত ঘটলেই তা চোখের পলকে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। ঠিক যেমনটা সম্প্রতি ঘটেছে হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে। লাইভ কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ খুলে যায় তাঁর স্কার্ট! মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করছিলেন ৫৬ বছর বয়সী এই গায়িকা। এসময় তার পরনে ছিল সোনালি রঙের সিকুইন বিকিনি টপ ও স্কার্ট। গান গাইতে গাইতে হেঁটে যাচ্ছিলেন তিনি।

হঠাৎ খুলে তার স্কার্ট। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নেন লোপেজ। শুধু তাই নয়, স্কার্ট খুলে গেলেও নাচ থামাননি এই পপ তারকা। পাশে থাকা এক সহশিল্পী স্কার্টটি পুনরায় তাকে পরিয়ে দেন।

পুরো ঘটনাকে স্বাভাবিকভাবে নিয়ে কনসার্ট চালিয়ে যান জেনিফার। মঞ্চে আচমকা এমন ঘটনা সামলে নিয়ে হাসতে হাসতে লোপেজ বলেন, ‘আমি খুশি আজ অন্তর্বাস পরেছি, সাধারণত আমি পরি না।’ এসময় যিনি স্কার্টটি তাকে পরিয়ে দেন, তাকে উদ্দেশ করে জেনিফার মজা করে বলেন, ‘তুমি এটা রাখতে পারো। আমি এটা ফেরত চাই না।’ এ ঘটনার একদিন আগেই ২৪ জুলাই ছিল জেনিফার লোপেজের জন্মদিন।

জন্মদিনের ঠিক পরদিনেই ঘটলো এমন কাণ্ড। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলছে তুমুল আলোচনা। ঘটনাটির একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টায় দেড় কোটির বেশি মানুষ দেখেছে। তবে লোপেজ বিষয়টি বেশ মজা হিসেবেই নিয়েছেন। এমনকী সেই ভিডিও নিয়ে ঠাট্টায় মজেছেন তার ভক্ত অনুরাগীরাও।

You might also like

Comments are closed.