মঙ্গলবার তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালাল বিমান বন্দরর এসআইটিএ সার্ভার

তিন ঘণ্টা বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসআইটিএ সার্ভার। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

জানা যায়, এসআইটিএ (SITA) একটি সার্ভার যা সাধারণত বিমানবন্দর এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হয়। এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা এয়ারলাইন্স, বিমানবন্দর, এবং অন্যান্য ভ্রমণের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর মধ্যে ডেটা আদান-প্রদান করতে ব্যবহৃত হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।

সূত্র জানায়, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

You might also like

Comments are closed.