ভ্রমণে অপচয়ের দায়ে ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত

ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্সিয়ান নববর্ষের ছুটিতে শাহরাম দাবিরি ব্যক্তিগতভাবে অতিরিক্ত অর্থ খরচ করে দক্ষিণ মেরুতে ভ্রমণ করায় তাকে বরখাস্ত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ শনিবার এক আদেশ জারির মাধ্যমে ভাইস-প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে বরখাস্ত করেছেন।

এ বিষয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘দাবিরির সফরের একটি প্রতিবেদন পর্যালোচনা করার পরই তাকে বরখাস্ত করা হয়েছে।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘জনসাধারণের অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি কর্মকর্তার ব্যবয়বহুল বিদেশ সফর গ্রহণযোগ্য নয়। যদি সেটা ব্যক্তিগত খরচেও হয়ে থাকে। কারণ এটি ইরানি কর্মকর্তাদের প্রত্যাশিত সাদাসিধা জীবনযাপনের পরিপন্থী।’

ভাইস প্রেসিডেন্টের উদ্দেশে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। তবে সংসদীয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি যা করেছেন তা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির পরিপন্থী।’

ভাইস প্রেসিডেন্টেকে বরখাস্ত করার বিষয়ে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের এমন পদক্ষেপ প্রমাণ করে, তিনি ভ্রতৃত্বসম্পর্কের চেয়ে ন্যায়বিচার, সততা এবং জনসাধারণকে গুরুত্ব দিয়ে থাকেন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.