ভ্যান চালকের লাশ উদ্ধার

রংপুরের পীরগঞ্জে আখিরা নদী থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বৃহস্পতিবার সকালে লাশটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে নদী থেকে উলঙ্গ অবস্থঅয় লাশ উদ্ধার বরে। নিহত অটো চালকের নাম সুজন মিয়া। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার থানাপাড়া এলাকায়।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।

 

-রংপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.