ভ্যাকসিনের সফল ট্রায়ালের দাবি রাশিয়ার

স্বেচ্ছাসেবকদের উপর করোনাভাইরাস ভ্যাকসিনের বিশ্বের প্রথম ক্লিনিকাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে বলে দাবি করেছে মস্কোর স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সেকেনভ।

গত ১৮ জুন সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনার ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। গত বুধবার প্রধম ধাপের স্বেচ্ছাসেবকদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আগামী ২০ জুলাই দ্বিতীয় ধাপের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে ছাড়া পাবে। খবর এনডিটিভির

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসভ বলে, সেকেনভ বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ভ্যাকসিনের সফলভাবে পরীক্ষা শেষ করেছে।

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্যারাসিটোলজি, ট্রপিকাল অ্যান্ড ভেক্টর-বর্ন ডিজিজ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার লুকাশেভের বলেন, গবেষণার এই পর্যায়ের উদ্দেশ্য ছিল মানুষের স্বাস্থ্যের জন্য ভ্যাকসিনের সুরক্ষা প্রদর্শন করা যা সফলভাবে সম্পন্ন হয়েছে। ভ্যাকসিনের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এটি বর্তমানে বাজারে থাকা এই ভ্যাকসিনগুলোর সুরক্ষার সাথে মিলে গেছে।

লুকাশেভ আরও বলেন, ভ্যাকসিনের আরও উন্নয়নের বিষয়টি নিয়ে পরিকল্পনা করা হচ্ছে এবং বাজারে ছাড়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

সেকেনভ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসভ আরও বলেন, সেকেনভ বিশ্ববিদ্যালয় মহামারী পরিস্থিতিতে কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবেই নয়, একটি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র হিসেবেও কাজ করেছে যা করোনার ওষুধ উৎপাদনেও সক্ষম।

You might also like

Leave A Reply

Your email address will not be published.