ভোট দিলেন মায়েদ, ভালো ভোটের প্রত্যাশা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভোট দেন তিনি।
কেন্দ্র থেকে বের হয়ে গণমাধ্যমকে তিনি জানান, কেন্দ্রে প্রবেশ ও ভোটা দিয়ে বের হওয়া পর্যন্ত ২০ মিনিট সময় লেগেছে তার। ভেতরে ২০টির বেশি বুথ রয়েছে। বুথের সামনে তারর ১০-১২ মিনিট সময় লেগেছে। সব প্রার্থীকে যেহেতু তিনি চেনেন, তাই নিজের ভোট দিতে ৩-৪ মিনিট সময় লেগেছে।
আরও পড়ুন
লাইন জ্যামিংয়ের ব্যাপারে মায়েদ বলেন, এখন পর্যন্ত নেই। স্বেচ্ছাসেবক ও এজেন্টরা যেভাবে কাজ করছেন, তাতে কারো পক্ষেই লাইন জ্যামিং করা সম্ভব নয়।
কেন্দ্রের ১০০ গজের মধ্যে লিফলেট বিতরণের বিষয়ে এই এজিএস প্রার্থী বলেন, ‘আমি একাধিক প্যানেলকে দেখেছি তারা প্যানেল লিস্ট দিচ্ছে। আসলে প্রার্থীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে নিজের ব্যালট নম্বরটি মনে করিয়ে দেয়া। শেষ প্রচেষ্টা এটা। আমি স্পেসেফিক কাউকে দোষারোপ করতে চাই না।’
ভোট কেমন হতে পারে–এমন প্রশ্নের মায়েদ বলেন, ‘এখন পর্যন্ত যে পরিবেশ আছে, সেটা যদি বজায় রাখা যায়, তাহলে ভালো ভোটের প্রত্যাশা করছি। কিন্তু ভোটের কখন কোন দিকে চলে যায়, সেটা বলা মুশকিল।’

Comments are closed.