ভূমিকম্পে কাঁপল দেশ, নিহত ৩

উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফাটল ধরেছে রাজধানীর ঢাকার অনেক ভবন। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হ‌ওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । অধিদপ্তরের তথ্যমতে, এটি একটি মাঝারি শ্রেণির ভূমিকম্প।

এর আগে প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানায়, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অবশ্য ভূমিকম্পের মাত্রা দেখাচ্ছে রিখটার স্কেলে ৫ দশমিক ৫। উপকেন্দ্র বলছে নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে।

ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। কম্পন থামার পর ঢাকার বাড্ডা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনে ফাঁটল ধরার এবং পলেস্তরা খসে পড়ার খবর এসেছে।

এর মধ্যে ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে তিনজন পথচারী নিহত হয়েছেন। বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৫ তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার ঘোষ। তিনি জানান, নিহতদের মরদেহ মিটফোর্ড হাসপাতালে রয়েছে।

You might also like

Comments are closed.