‘ভুটান যেদিন স্বীকৃতি দেয় সেদিনের কথা কখনো ভুলব না’

ভুটান যেদিন স্বীকৃতি দেয় সেদিনের কথা কখনো ভুলব না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভুটান যখন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল তখন আমরা বন্দি শিবিরে ছিলাম। তখনও বাংলাদেশের চূড়ান্ত বিজয় হয়নি। সেদিন যখন আমরা রেডিওতে শুনতে পেলাম সেটা আমাদের জন্য হাসি-কান্নায় অনন্য দিন ছিল।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ৮ম দিন বুধবার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ভুটান আমাদের গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। আন্তর্জাতিক ও বিভিন্ন ইস্যুতে আমরা এক এবং অভিন্ন। ৭১ সালেও ভুটান আমাদের পাশে ছিল। এমনকি শরণার্থী শিবিরে ভুটানের জনগণ আমাদের পাশে ছিলেন।

দক্ষিণ এশিয়ার সকল নেতাকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্মিলিত কাজ করলে বিশ্বে দক্ষিণ এশিয়া হবে সম্মিলিত উন্নত অঞ্চল।

You might also like

Comments are closed.