ভিসা জটিলতায় সৌম্যের আমিরাত যাত্রা নিয়ে শঙ্কা

নিয়মিত অধিনায়ক লিটন দাস এশিয়া কাপ চলাকালেই ইনজুরিতে পড়েন। শেষের দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও তিনি মিস করেছেন। ফিট না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজেও নেই লিটন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে টপঅর্ডার ব্যাটার সৌম্য সরকারকে।

কিন্তু ভিসা জটিলতায় সৌম্যর সংযুক্ত আরব আমিরাতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিরিজের প্রথম ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়েও আছে প্রশ্ন।

এ মুহূর্তে বাংলাদেশিদের জন্য আরব আমিরাতে ভিসা জটিলতা রয়েছে। তাই সৌম্য দ্রুত ভিসা পাবেন কিনা, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বিসিবিও লিটনের ইনজুরির পর থেকেই সৌম্য বা অন্য কারও ভিসা প্রক্রিয়া এগিয়ে রাখেনি। তাই শেষ মুহূর্তে কিছুটা জটিলতা তৈরি হতে পারে সৌম্যের আমিরাত যাত্রায়।

আগামী ২, ৩ ও ৫ই অক্টোবর শারজাহতে হবে টি-টোয়েন্টি সিরিজটি। এই সিরিজ দিয়ে জাতীয় দলে আবার প্রত্যাবর্তন হওয়ার কথা সৌম্যের।

You might also like

Comments are closed.