ভিনি-এমবাপ্পের গোলে শীর্ষে ফিরলো রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়াস ও এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে লা লিগায় আবারও শীর্ষ স্থানে ফিরলো রিয়াল মাদ্রিদ। এর আগে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে শীর্ষ স্থান থেকে ছিটকে পড়েছিল তারা।

শনিবার (৪ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। রিয়ালের আক্রমণকে বারবার ঠেকিয়ে দিয়েছে ভিয়ারিয়াল রক্ষণভাগ। গোলশূন্যভাবেই শেষ করতে হয়েছে প্রথমার্ধের খেলা।

প্রথমার্ধের খেলা গোলশূন্যতে শেষ হলেও দ্বিতীয়ার্ধে রিয়ালকে আর আটকে রাখতে পারেনি ভিয়ারিয়াল। ৪৭ মিনিটের মাথায় এমবাপ্পের দারুণ অ্যাসিস্টে দলকে লিড এনে দেয় ভিনিসিয়াস।

এরপর খেলার ৬৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস।

গোল শোধে মড়িয়া হয়ে উঠে খেলার ৭৩ মিনিটে এক গোল করে রিয়ালকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিয়েছিল ভিয়ারিয়ালরা। তবে তাদের গোল খুব বেশি বিপদে ফেলতে পারেনি রিয়ালকে। ৮১ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবার ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোসরা। এর আগে, আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বিব্রতকর হারের পর এক সপ্তাহের মধ্যে ঘুরে দাড়ালো দলটি।

You might also like

Comments are closed.